জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে পূবালী ব্যাংক লি. দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে জামালগঞ্জ থানার দল চ্যাম্পিয়ান হয়েছে। মঙ্গলবার রাতে জামালগঞ্জ কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাইস্কুলের মাঠে উপজেলা প্রশাসন দলকে ২-১ এ হারিয়ে জামালগঞ্জ থানা দল চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। পূবালী ব্যাংক ব্যবস্থাপক মো. এমদাদুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ হিল্লোল, জামালগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মজিবুর রহমান।
এসময় খেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়ার ও রেফারীর হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিশ^জিত দেব। খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক দল, খেলোয়ার দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এধরনের আয়োজন চলমান রাখার ঘোষণা দেন তিনি। উপজেলার দ্বৈত ব্যডমিন্টন টুর্নামেন্টে উপজেলার ৮টি দল অংশগ্রহণ করে।
- জামালগঞ্জে নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ
- তাহিরপুরে জাতীয় বীমা দিবস পালন