পৌনে চার লক্ষ টাকার অবৈধ পণ্য আটক

স্টাফ রিপোর্টার
জেলার সীমান্ত এলাকায় অভিযানে প্রায় পৌনে চার লক্ষ টাকার ভারতীয় মদ, কয়লা, চিংড়ি শুটকি এবং ঠেলাগাড়ী আটক করেছে ২৮ বিজিবি টিম।
জানা যায়, চাঁনপুর বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন বড়দল ইউনিয়নের চাঁনপুর থেকে ৮৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে। লাউরগড় বিওপির টহল দল বাধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ থেকে ১,৮০০ কেজি ভারতীয় কয়লা ও একই ইউনিয়নের মোনাইপাড়া থেকে ১৩ বোতল ভারতীয় মদ আটক করে। টেকেরঘাট বিওপির শ্রীপুর ইউনিয়নের লাকমাছড়া থেকে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
নারায়নতলা বিওপির টহল দল বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা থেকে ৪১০ কেজি ভারতীয় চিংড়ি শুটকি এবং ১টি ঠেলাগাড়ী আটক করে এবং বাংগালভিটা বিওপির টহল দল মধ্যনগর উপজেলাধীন উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঁশতলা থেকে ৭ বোতল ভারতীয় মদ আটক করেছে।
আটককৃত এসব পণ্যের সর্বমোট মূল্য ৩ লক্ষ ৬৪ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, চিংড়ি শুটকি ও ঠেলাগাড়ী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।