বিজয় রায়, ছাতক
১৬ জানুয়ারি শিল্পশহর ছাতক পৌরসভায় নির্বাচন। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেয়র প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। আনুষ্ঠানিক প্রচারণা শহরজুড়ে কম থাকলেও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এখনো পর্যন্ত ৬ জন প্রার্থীর কর্মী সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
এরা হলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু ও যুবলীগ নেতা আনিসুর রহমান চৌধুরী সুমন এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত ছাতক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সি, সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা শামছুর রহমান শামছু (বিগত পৌর নির্বাচনে দলীয় প্রার্থী ছিলেন) এবং ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ছাতক পৌরসভার ভোটাররা ৫ম নির্বাচনে ভোট দেবেন ১৬ জানুয়ারি। প্রতিষ্ঠার প্রথম দু’বছর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ১১৯৯ সালে এই পৌরসভার প্রথম নির্বাচনে পৌর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ মজনু।
পরবর্তি ২০০৫, ২০১১ এবং ২০১৫ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী বিজয়ী হন। বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে ২০০৫ সালে পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী মাহফুজ শিপলু এবং আব্দুল ওয়াহিদ মজনুকে পরাজিত নির্বাচিত হয়েছিলেন আবুল কালাম চৌধুরী। ২০১১ সালে ২য় বারের মতো পৌর মেয়র নির্বাচিত হন তিনি। এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন যুবলীগ নেতা সাইফুর রহমান চৌধুরী খোকন।
২০১৫ সালে নির্বাচনে দলীয় নৌকা প্রতীক র্ততীয়বারের মতো বিজয়ী হন আবুল কালাম চৌধুরী। বিগত ৪ পৌর নির্বাচনেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াহিদ মজনু। আসন্ন পৌরসভা নির্বাচনেও তিনি প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছে। বিগত নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাবার চেষ্টা করেছেন। এবারও তিনি দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।
এছাড়া নতুন মুখ হিসেবে উপজেলা যুবলীগ নেতা আনিসুর রহমান চৌধুরী সুমনও মেয়র পদে প্রার্থী হবেন বলে জানা গেছে। তিনি শহরের বাগবাড়ীর প্রয়াত শিল্পপতি সুনু মিয়া চৌধুরীর পুত্র এবং বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকনের ছোট ভাই। পারিবারকি ঐতিহ্য পৌরবাসীর সমর্থন নিয়ে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তাঁর সমর্থকেরা জানিয়েছেন।
বিএনপির মনোনয়নের জন্য ৩ প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরমধ্যে ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সি, পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী শামছুর রহমান শামছু আবারো দলীয় মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন।
ছাতক পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ২৭৮ জন।
- জনগণকে সাথে নিয়ে উন্নয়নের অঙ্গিকার
- প্রচারণায় ৩ প্রার্থী