ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী ও এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যক্ষ ডাঃ শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, বর্তমান প্রজন্মের প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। রাষ্ট্র ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মনে রেখো নিজের উজ্জ্বল ভবিষ্যত গড়তে কঠোর অধ্যয়নের বিকল্প নেই।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল হাসান আশিষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক ফজলুল করিম বকুলের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. শাব্বির আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, স্থানীয় আবুল লেইস কাহার, নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন, শিক্ষার্থী আহনাফ রহমান নাবিল, নাবিলা তাবাছুম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ডা. আব্দুল্লাহ আল আমিন মাছুম, স্থানীয় মদব্বির আহমদ, ওবায়দুর রউফ বাবলু, শামিম আলম শাহীন, আব্দুস সুবাহান, কাসেম আলী সহ বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বর্ষসেরা শিক্ষক দেবাশিষ কুমার সরকার ও বিদ্যুৎ কুমার সামন্ত সহ ৮৪ জন কৃতি ছাত্র—ছাত্রীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি ডা. শিশির রঞ্জন চক্রবর্তী বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসার প্রয়োজনে ১ লক্ষ টাকা অনুদানের চেক প্রধান শিক্ষক সহ গভর্ণিং বডির সদস্যবৃন্দের হাতে তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নোয়াজ আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন প্রিয়া রাণী বৈদ্য।
- বাঁধের কাজে গাফিলতি করায় এক পিআইসি কমিটি বাতিল/দুই পিআইসি মুচলেকায় মুক্ত
- ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প অবহিতকরণ সভা