প্রবাসীদের অর্জন আমাদেরকে গৌরবান্বিত করে- সিলেট সিটি মেয়র

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান যুক্তরাজ্যের রচডেল বরা’র মেয়র সৈয়দ আলী আহমদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শাহজালাল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্যের রচডেল বরা’র মেয়র সৈয়দ আলী আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সিলেট মদন মোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান পীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন বখত মুহিত, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামী লীগের সভাপতি ছুরাবুর রহমান, সৈয়দপুর সৈয়দিয়া সামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন সুহেল।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাহিম মিয়া তালুকদারের যৌথ পরিচালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য দেন প্রবাসী কমিউনিটি নেতা নুরুল ইসলাম দুলু, সমাজসেবক আবুল কাশেম, বিশিষ্ট কমিউনিটি নেতা শায়েস্তা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমেদ, প্রবাসী সৈয়দ সানুর মিয়া, আব্দুস সালাম রাজা মিয়া, জেষ্ঠ্য সাংবাদিক রওনক বখত, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুমেন আহমেদ প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে আহমেদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান ও বিশেষ অতিথিদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীরা বহিঃবিশ্বে দেশের মুখ উজ্জ্বল করছে। উচ্চ শিক্ষার পাশাপাশি রাজনীতি ও সমাজসেবায় তাদের অর্জন আমাদেরকে গৌরবান্বিত করছে। সৈয়দ আলী আহমেদের রচডেল বারার মেয়র নির্বাচিত হয়ে বাঙালিদের মুখ উজ্জ্বল করছেন। আমরা তাকে নিয়ে গর্বিত। তিনি বলেন, প্রবাসীরা যাতে দেশে এসে কোন ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য সিলেট সিটি করপোরেশনে অভিযোগ ডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়াও প্রবাসীদের বাসা বাড়ি সুরক্ষায়, সব ধরনের বিল অনলাইনে পরিশোধের ব্যবস্থা করেছেন তিনি। তিনি বিমানবন্দরে প্রবাসী হয়রানি কমছে বলে অভিমত ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের রচডেল বরা’র মেয়র সৈয়দ আলী আহমদ বলেন, মানুষের জন্য কিছু করার মনোবৃত্তি নিয়ে আমি প্রথমে কাউন্সিলর নির্বাচিত হই। বর্তমানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। তিনি দেশে ও প্রবাসে মানুষের জন্য সামাজিক কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আতাউর রহমান বলেন, জগন্নাথপুর উপজেলার সন্তান হিসেবে রচডেল বরা’র মেয়র সৈয়দ আলী আহমদকে নিয়ে আমরা গর্বিত। তিনি দেশেও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অবদান রাখছেন।