প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২১৯ রানে জয় পেয়েছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। প্রথমে ব্যাট করতে নেমে জুবিলী নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে। জবাবে ১৫ ওভারে ৩১ রানে অলআউট হয়ে যায় আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতায় এবং সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক ও এভিপি বিশ^জিত চন্দ্র পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো. পারভেজ আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট বিভাগের সম্পাদক মো. রেজওয়ানুল হক রাজা, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান, কার্যনির্বাহী সদস্য মো. ইকবাল হোসেন, হোসেন আহমদ রাসেল, জি.এম.তাশহিজ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল মান্নান, জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. বুরহান উদ্দিন।
খেলা পরিচালনা করেন শুভময় বরাল ও সাদিকুর রহমান চৌধুরী।