প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
‘ছড়িয়ে দিই তারুণ্যের কন্ঠস্বর’ স্লোগানকে সামনে রেখে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ এরিয়া প্রোগাম, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শনিবার বুলচান্দ উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ চাইল্ড প্রজেক্টর অফিসার অপূর্ব সিচিম, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা উত্তম চক্রবতী প্রমুখ।
পরে প্রীতি ফুটবল ম্যাচে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকদ দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
উল্লেখ্য. প্রীতি ফুটবল ম্যাচে ছেলেদের ২টি ফুটবল টিম ও মেয়েদের ২টি ফুটবল টিম অংশগ্রহণ করে।