বংশীকুন্ডা দক্ষিণ ইউপি যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কামাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক বিপ্লব বিশ্বাসের পরিচালনায় বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, মধ্যনগর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মোবারক হোসেন, কুতুব উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সহ-সভাপতি আসাদুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল হক রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ। পরে সন্ধ্যার দিকে দ্বিতীয় অধিবেশনে লেলিন সরকারকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন জেলা যুবলীগের সদস্য আলী হোসেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোজাম্মেল হক মোশারফ ও সহ-সভাপতি হিসেবে জুনেল মিয়ার নাম ঘোষণা করা হয়।