ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, দুস্থ-পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষে পাশে রয়েছেন মানবতার মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব সময়ই এ দেশের মানুষের কল্যাণের কথা ভাবেন তিনি। মানুষের মৌলিক অধিকার যেমন- ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত করতে সরকার বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। অধিকার ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য সরকারি সহায়তার প্রদান করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ছাড়াও বয়স্ক ভাতা, বিধবা বাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করছে এদেশের বঞ্চিত মানুষ। জন্মগত ও জটিল রোগে আক্রান্ত মানুষের কল্যাণে সরকার এককালীন আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে। যা ইতোমধ্যেই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ভালোবাসার প্রতিদান হিসেবেই এদেশের মানুষ বার বার জননেত্র শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। এ দেশবাসীর প্রত্যাশা আগামীতেও এর ব্যতিক্রম হবে না।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতি ও সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত চেক বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সহধর্মিনী শামীমা ফেরদৌসী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মজনু মিয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে প্রতিজন রোগীকে ৫০ হাজার টাকা করে ৫০ জন রোগীর মধ্যে ২৫ লক্ষ টাকার চেক বিতরণ করেন এমপি মুহিবুর রহমান মানিক। পরে তিনি উপজেলার গরীব-অসহায় কর্মক্ষম নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
- পাগলায় আবারও চুরি
- বাংলাটিভি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে- জেলা প্রশাসক