স্টাফ রিপোর্টার
সম্পত্তির বিরোধের জেরে বড় ভাইয়ের উপর হামলা ছোট ভাই হামলা করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকার নিজ বাসায় সাংবাদিক সম্মেলন করেন আহত বড় ভাই মমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে মমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তার ছোট ভাই তোফায়েলের সাথে সম্পত্তি নিয়ে তার ও অন্যান্য ভাই বোনদের বিরোধ চলে আসছে। রবিবার সকালে বাড়ির রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে মমিনুল ইসলামের মাথায় ও শরীরের বিভিন্ন জায়াগায় আঘাতপ্রাপ্ত হন।
তবে অভিযুক্ত তোফায়েল তার বিরুদ্ধে করা সকল অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে এ ঘটনায় তদন্তে সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
- জামালগঞ্জে ভারতীয় মদসহ ব্যবসায়ী আটক
- বিশ্বম্ভরপুরে ৩০টি মণ্ডপে হবে দুগার্পূজা