বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণে সহায়তা দিলো প্রাথমিক শিক্ষা পরিবার

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে ঘর নির্মাণে নগদ অর্থ সহায়তা দিয়েছে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষা পরিবার। সোমবার বিকেলে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে উপজেলার ৪টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারকে ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান বন্যার্তদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, সদর উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা সৈয়দ আহমদ সাহলান, সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অলিউল্লাহ, এনামুল হক মোল্লা, জেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন রশিদ প্রমুখ।
সদর উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তারা বন্যার্তদের গৃহনির্মাণে এই সহায়তা প্রদান করেন।