স্টাফ রিপোর্টার
ভাটি বাংলার প্রাণ পুরুষ ছিলেন বরুণ রায়। পরবর্তী প্রজন্মের কাছে তাঁর কর্মময় জীবনকে তুলে ধরতে হবে। এই শহরে আমরা বরুণ রায় মঞ্চ চাই। যে মঞ্চ থেকে আমরা প্রগ্রতিশীল আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতে পারি। তার আদর্শ ধারণ করে আমরা যেনো নির্লোভ রাজনীতি করতে পারি। মানবসেবা করতে পারি। আমাদের প্রত্যাশা তাঁর আদর্শকে ধারণ করে আরও অনেক সূর্য সন্তানের জন্ম হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভার মুক্তমঞ্চে কমরেড বরুণ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী আয়োজনের শেষ দিনের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, বরুণ রায়কে নিয়ে আমরা অহংকার করি। তিনি সারাজীবন মানুষের পাশে থেকেছেন, সহজ-সরল জীবন যাপন করেছেন। তিনি দেখিয়ে গেছেন কিভাবে আন্দোলন করতে হয়, জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হয়। কিন্তু এখানকার রাজনীতিদিন মধ্যে অনেকেই বিলাসবহুল জীবন যাপন করেন। তাদের মধ্যে অনেকেই জনগণ থেকে দূরে সরে যান। বরুণ রায় সারাজীবন সাধারণ মানুষের অধিকার আদায়ে আন্দোলন করেছেন। বরুণ রায় বলতেন, মুক্তিযুদ্ধই আমাদের শ্রেষ্ঠ অর্জন। তিনি চাইতেন বাংলাদেশ যেনো গড়ে উঠে মুক্তিযুদ্ধের চেতনায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার স্বপ্ন বাস্তরায়ন হয়নি।
সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি’র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী, বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি ফৌজিয়া মোসলেম, সিলেট জেলা সিপিবি’র সাবেক সভাপতি অ্যাড. বেদনানন্দ ভট্রাচার্য, শিক্ষবিদ ধূর্জটি কুমার বসু, পরিমল কান্তি দে, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন, সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. পীর মতিউর রহমান।
আলোচনা সভার শুরুতে ‘বরণীয় বরুণ রায়’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এসময় কমরেড বরুণ রায়ের সহধর্মিনী এবং জেলা উদীচীর সভাপতি শীলা রায় উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কমরেড বরুণ রায় জন্মশতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব অ্যাড. এনাম আহমদ। বক্তব্য রাখেন ‘বরণীয় বরুণ রায়’ স্মারকগ্রন্থের সম্পাদনা পরিষদের সম্পাদক সুখেন্দু সেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সিপিবি’র সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, প্রবাসী লেখক ইশতিয়াক রুপু, অ্যাড. স্বপন কুমার দাশ রায়, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, কৃষক নেতা অমর চান দাশ, জেলা আওয়ামী লীগের সদস্য সুবির তালুকদার বাপ্টু, প্রগতি লেখক সংঘের সভাপতি নির্মল ভট্টাচার্য, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল মোমেন।
- নিখোঁজের আট মাস পর মুক্তিপণ দিয়ে উদ্ধার হলো শিক্ষার্থী
- ৭২’র সংবিধানকে প্রতিষ্ঠা করতে হবে-সেলিম