বিএনপির চরিত্র ডালে ডালে বাস করা-পরিকল্পনা মন্ত্রী

স্টাফ রিপোর্টার
বিএনপি নাকি বলছে তারা এখন ইউনিয়নে ইউনিয়নে আসবে। এতোদিন পরে ইউনিয়নের কথা তাদের মনে এসেছে। এইটাই চাই, এইখানেই তাদের শেষ করা হবে। ইউনিয়ন ও গ্রামে তারা দেখবে আওয়ামীলীগ কতটা শক্তিশালী। বিএনপির জন্মের আগেই ইউনিয়নে- গ্রামে আওয়ামী লীগের দুর্গ। তৃণমূলের মানুষকে নিয়েই কাজ করে আওয়ামী লীগ। তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, দেশের সঙ্গে, জাতির সঙ্গে, নেত্রীর সঙ্গে আমরা একতাবদ্ধ আছি, থাকবো। আগামী দিনে আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলায় আধুনিক বাংলায় উন্নত বাংলায় জ্ঞান বিজ্ঞানের বাংলা হিসেবে গড়বো।
শনিবার দুপুরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
তিনি বলেন, আমরা কেন্দ্রীয় নেত্রবৃন্দকে জানাতে চাই। আমাদের পূর্বসূরী যারা ছিলেন আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুজ জহুর, আব্দুল হেকিম চৌধুরী, আব্দুর রইছ সহ সকলের পদাঙ্ক অনুসরণ করে আগামী দিনেও আমরা আমাদের মহান সংগঠনকে শক্তির পক্ষে নিয়ে যাবো।