স্টাফ রিপোর্টার
জেলার বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় ২৪ লক্ষ ৩৯ হাজার টাকার ভারতীয় মদ, কয়লা, চিনি, ফুচকা, সন-পাপড়ি, শাড়ি এবং মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করেছে ২৮ বিজিবি টিম। জানা যায়, চিনাউড়া বিওপির টহল দল ২০ মে সুনামগঞ্জ সদর উপজেলাধীন রঙ্গারচর ইউনিয়নের মালাইগাঁও থেকে ১৮ কেজি ভারতীয় ফুচকা, চিনাকান্দি বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের চিনাকন্দি থেকে ৩১৫ কেজি ভারতীয় চিনি, মাটিরাবন বিওপির টহল দল মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া থেকে ৪৫ কেজি ভারতীয় চিনি, পেকপাড়া বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া থেকে ২৭ কেজি ভারতীয় চিনি, চিনাউড়া বিওপির টহল দল সদর উপজেলাধীন রঙ্গারচর ইউনিয়নের ইসলামপুর থেকে ১১৭ কেজি ভারতীয় চিনি জব্দ করে।
এদিকে নারায়নতলা বিওপির টহল দল ২১ সদর উপজেলার ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম থেকে ৪৬ বোতল ভারতীয় মদ, লাউরগড় বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ থেকে ১৫৫০ কেজি ভারতীয় কয়লা এবং ১টি মাহিন্দ্র ট্রাক্টর, নারায়নতলা বিওপির টহল দল সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা থেকে ১৩৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করে।
জব্দকৃত এসব পণ্যের সর্বমোট মূল্য ২৪ লক্ষ ৩৯ হাজার ৫৮০ টাকা (মাদক মূল্য ব্যতীত)।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং কয়লা, চিনি, ফুচকা, সন-পাপড়ী, শাড়ী এবং মাহিন্দ্রা ট্রাক্টর সুনামগঞ্জ শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- শান্তিগঞ্জ উপজেলা পাউবো কমিটির সভা
- ৪০দিন নামাজ পড়ে বাইসাইকেল পেল ৬ শিশু