সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ‘স্মার্ট ভূমি সেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ অডিটরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা ভূমি কার্যালয়ের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত আবুল হোসেন লালন, নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খাঁনম সাথী, এসিল্যান্ড রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমদ প্রমুখ।
তাহিরপুর
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুরে ভূমিসেবা সপ্তাহ পালিত হয়েছে। তাহিরপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হাসান—উদ—দৌলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।
শান্তিগঞ্জ
শান্তিগঞ্জ উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান’র সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রাণী তালুকদার, শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডা. তারেক জামিল অপু। সভায় আরও বক্তব্য রাখেন পাগলা তফসিল অফিসের তফসিলাদার রঞ্জন তালুকদার, পাথারিয়া তফফিল অফিসের তফসিলদার মিহীর চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা সহকারী কমিশনার অফিসের নাজির বিশ্বজিৎ দাস প্রমুখ।
দোয়ারাবাজার
সকালে দিবসটি উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিস হল রুমে সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মুর্শেদ মিশু, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, নারী নেত্রী শামসুন নাহার, প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া, ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিব্বির আহমদ, মাওলানা অহিদুল ইসলাম প্রমুখ।
- ধান ক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে লন্ডনে সভা