বিভিন্ন উপজেলায় ৭ই মার্চ পালিত

সু.খবর রিপোর্ট
তাহিরপুরে ৭ই মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পল্লী বিদ্যুৎ সমিতি পুস্পস্তবক অর্পণ করে। উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন, বক্তৃতা ও নৃত্য শেষে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন পৃথক আলোচনা সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান লাকসাব, যুবলীগ নেতা শামীম আহমদ, নাজমুল হুদা সংগ্রাম প্রমুখ।
বিশ্বম্ভরপুর
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. আফতাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুন।
শাল্লা
শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব’র সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার কালীপদ দাসের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রেমবাশি দাস, বীর মুক্তিযোদ্ধা অনিল দাস, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায় প্রমুখ। সভা শেষে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে ১২টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ
সকাল ৯টায় দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এরপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার। উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সুহাইল আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আল নূর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, ফায়ার সার্ভিস অফিসার জিসান রহমান নাবিক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইম আহমদ ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ। আলোচনা সভার পর ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মধ্যনগর
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিকাল ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মনীন্দ্র চন্দ্র সরকার। ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আহমেদ, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অমিত হাসান,জেলা ছাত্রলীগের সহসভাপতি নিউটন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে একটি র‌্যালি বংশীকুন্ডা বাজার প্রদক্ষিণ করে।