বিভিন্ন দিবস পালনে বিশ্বম্ভরপুরে প্রস্তুতি সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ।
সভায় ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়। ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি উদ্যোগ পালন এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের বিষয়ে আলোচনা হয়।