স্টাফ রিপোর্টার
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুলে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সুনামগঞ্জ কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর স্কুলের অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল হাসান, সহকারী শিক্ষক নাজিরা জাহান চৌধুরী, দিপায়ন চৌধুরী, রুমা চক্রবর্তী, ফারজানা আক্তার, আমিনা খাতুন, স্নিগ্ধা রায়, অভিজিৎ রায়, রাকিব হাসান, আব্দুর রাজ্জাক।
একুশের কবিতা আবৃত্তি করে শিক্ষার্থী তামীম রায়হান, জান্নাত আরা আলী । শেষে বীর শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
- ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে মহান শহিদ দিবস পালন