বিশ্বম্ভরপুরে অবহিতকরণ সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে এফআইভিডিবি দিশারী প্রকল্পের আয়োজনে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ গণমিলনাতনে সভায় দিশারী প্রকল্পের উন্নত স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন স্থিতিস্থাপকতায় নারী ও কিশোরীদের নেতৃতে অগ্রগতি বিষয়ক আলোচনা করা হয়। সভায় সভাপত্বির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। প্রকল্পের ইউনিয়ন মোবিলাইজার সাজিয়া বেগমের সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী সাদিকুর রহমান, জেলা সমন্বয়কারী মো. জাকির হোসেন, প্রকল্প মনিটর গৌতম কুমার দাশ, মনিটরিং অফিসার দিপংকর দে, খুদেজা বেগম। প্রকল্প উপস্থাপনার পর বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.তাজ্জদ আলী খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আ, জ, ম, সালাহ্ উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
দিশারী প্রকল্পের লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সীমিত সুযোগসম্পন্ন জনগোষ্ঠীর দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির জন্য তথ্য, উপকরণ, কৌশল ও যোগাযোগ এর মাধ্যমে ন্যায্য স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বৃদ্ধি, নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও নেতৃত্বের বিকাশ সুনিশ্চিত করতে স্থানীয় জনগোষ্ঠী ও সরকারের সাথে কার্যক্রম বাস্তবায়ন করা।