বিশ্বম্ভরপুরে আধুনিক প্রযুক্তির কৃষক প্রশিক্ষণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া।
প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ শ্ওকত ওসমান মজুমদার। সহযোগীতায় ছিলেন উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, তোফায়েল আহমদ, দিদারুল আলম, জুয়েল তালুকদার, রাহুল তালুকদার। প্রশিক্ষণে উপজেলার ৩০জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।