বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার আনসার ও ভিডিবি সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা প্যাকেট বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন প্রাঙ্গণে ও পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০০জন সদস্যদের মাঝে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, জেলা আনসার ভিডিবি সহকারি পরিচালক সাজ্জাদ হোসেন সেলিম, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা মাহবুবুর রশিদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
- রবীন্দ্র দর্শন
- বিশ্বম্ভরপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও গাছপালা