বিশ্বম্ভরপুরে আহছানিয়া মিশনের প্রশিক্ষণের উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ঢাকা আহছানিয়া মিশনের ঝুঁকি নিরুপন বিষয়ক অংশগ্রহণ মূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও আহছানিয়া মিশনের বাস্তবায়নে এবং গিভ-২ এশিয়ার আর্থিক সহযোগিতায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিনের সভাপতিত্বে ও ঢাকা আহছানিয়া মিশনের জেলা প্রকল্প ব্যবস্থাপক অরুপ রতন দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহিউদ্দিন।
বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে রয়েছেন ঢাকা আহছানিয়া মিশনের সিসিএন্ড ডিআরআর বেক্টর যুগ্ম-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষার্থীসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।