বিশ্বম্ভরপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও ঢাকা আহছানিয়া মিশনের কারিগরি সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা জন প্রতিনিধি বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক প্রতিনিধি সহ কমিটির সদস্য বৃন্দ। সভায় প্রতিটি দূর্যোগের জন্য আগাম প্রস্তৃত্তি সহ দূর্যোগ মোকাবেলায় করণীয় র্শীষক আলোচনা করা হয় এবং তা বাস্তবায়নে সকলকে ভূমিকা রাখার আহবান জানানো হয়।