বিশ্বম্ভরপুরে করচার পাড় নিউ মার্কেটের উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার প্রাচীণ বিশ্বম্ভরপুর বাজারে করচার পাড় নিউ মার্কেটের উদ্বোধন করা হয়। বুধবার (১মার্চ) বিকালে করচার পাড় নিউ মার্কেটের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ। বিশ্বম্ভরপুর বাজার বর্ণিক সমিতির সম্পাদক দিপংকর বর্মনের সভাপতিত্বে ও মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি শিল্পী রানী মোদক, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মার্কেটের ১৭জন ব্যবসায়ীদের মধ্যে সরকারি লাইসেন্স পদ্ধতির বন্দোবস্তের দলিল আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ বলেন, আজ করচার পাড় নিউ মার্কেটের উদ্বোাধনের মধ্যে দিয়ে ব্যবসায়ীদের ব্যবসার শুভ সূচনা হলো। পাশাপাশি হাওর অঞ্চলের জন সাধারনের কাপড় সহ বিভিন্ন জিনিসপত্র কেনা কাটার সুযোগ সৃষ্টি হলো। মার্কেটটি চালু হওয়ায় ভাটি এলাকার জন সাধারনের ক্রয় বিক্রয়ের সুবিধা বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, সততা আদর্শতার মধ্যে দিয়ে ব্যবসা পরিচালনা করলে লাভবান হওয়া যায় এবং ক্রেতা সাধারনত উপকৃত হবে।