বিশ্বম্ভরপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যদায় পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মুু্যরালে পুষ্পস্তপক অর্পণ করা হয়। পুষ্পস্তপক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এর পর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ ও মো. আলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, সরকারি দিগেন্দ্র বর্মন কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতার্ আ জ ম ডা. সালাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শেখ সাদি। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকতার্ ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী’র সার্বিক তত্বাবধানে দিবস উপলক্ষে স্বাস্থ্য প্রকল্পে আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে ৭দিন ব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।