বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মৃণাল কান্তি সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, ভাইস চেয়ারম্যান তাজ্জব আলী খান, থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার, পলাশ ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম, ধনপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী সোহেল, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী, বাদাঘাট (দ:) ইউপি চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, সলুকাবাদ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক প্রমুখ।
- পূর্ব বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপন
- বিশ্বম্ভরপুরে মাসিক আইন শৃঙ্খলা সভা