বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে নবদম্পতি পরিবার পরিকল্পনা এবং সুস্থ বিরতিতে সন্তান গ্রহণ বিষয়ক উদ্বুদ্ধকরণ কার্যক্রমের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
‘১৮এর আগে বিয়ে নয় ২০এর আগে সন্তান নয়, ছেলে হোক’ মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা প,প, কর্মকর্তা মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও ইউ,এস,এ, আই,ডি সুখী জীবন পাট ফাউন্ডার এর সহায়তায় জেলা প্রোগ্রাম অফিসার মো. আব্দুল কাইয়ুম’র সঞ্চালনায় ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা আব্দুল্লাহিল মারুফ ফারুকী। ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকার ইমাম, পুরোহিত, কাজী, শিক্ষক, সাংবাদিক ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ।
- মধ্যনগরে মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
- প্রস্তুতি সভা