বিশ্বম্ভরপুরে প্রসব সেবা নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় শতভাগ প্রাতিষ্ঠানিক প্রসব সেবা নিশ্চিতকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও প. প. বিভাগের আয়োজনে ইউএসএআইডি’র মামনি মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প, প, কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ হেল মারুফ ফারুকীর সভাপতিত্বে প্রজেক্টরের মাধ্যমে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন মামনি প্রকল্প সিলেটের রিজিওনাল কো-অডিনেটর মো. হাফিজুর রহমান নোমান। সহযোগিতা করেন রিজিওনাল ম্যানাজার আলতাফ হোসেন ও উপজেলা কো-অর্ডিনেটর নাসের আখন্জী। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ, উপজেলা প,প, কর্মকর্তা মো. আব্দুর রহমান, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া। কর্মশালায় অংশগ্রহণ করেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইমাম মুয়াজ্জিন, গণমাধ্যম কর্মী, এনজিও কর্মী, ইসলামী ফাউন্ডেশন প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়া একই স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বাস্থ্য সেবা প্রচারণা সাপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে মাতৃস্বাস্থ্য উন্নয়ন শীর্ষক আরেকটি কর্মশালা অনুষ্ঠিত হয়।