বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মা সমাবেশের উদ্বোধন করেন সুলকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী (তপন)।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার এমসিএইচ এফপি ডা. আব্দুল্লা আল মাহমুদ রাসেল। সমাবেশে গর্ভকালীন জটিলতা, চেকআপ, বিপদ চিহ্ন নিয়ে এবং সরকারি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা গ্রহণে সেবা গ্রহীতাদের উদ্বুদ্ধ করা হয়।
মা সমাবেশে পরিবার কল্যাণ পরিদর্শিকা পারভীন আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক যাদুমনি বিশ্বাস, পিসিএসভি ফাতেমা মবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
গর্ভবতী মায়েদের চেকআপ করেন মেডিকেল অফিসার এমসিএইচ এফপি, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পিসিএসভিরা। ৫০ জন মা কে চেকআপ, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ট্যাবলেট প্রদান করা হয়। পাশাপাশি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা র্সম্পকে পরামর্শ দেয়া হয়। এছাড়া স্থায়ী ও দীর্ঘ মেয়াদি পদ্ধতি গ্রহীতাদের মধ্যে জটিলতা সংক্রান্ত ক্লায়েন্টেদের ব্যবস্থাপনা ও চিকিৎসা প্রদান করা হয়।
- মধ্যনগরে মিডওয়াইফ দিবস পালন
- বিশ্বম্ভরপুরে আধুনিক প্রযুক্তির কৃষক প্রশিক্ষণ