বিশ্বম্ভরপুরে বসন্ত বরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দগন পরিবেশে বসন্ত বরণ ও ফাল্গুন উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা সদরের প্রাণকেন্দ্র উপজেলা মাল্টিপারপাস কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব হয়।
উপজেলা নিবার্হী অফিসার ও শিল্পকলার একাডেমির সভাপতি মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) ও শিল্পকলার সাধারণ সম্পাদক শিল্পী রানী মোদক’র সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত ও সংক্ষিপ্ত আলোচনা হয়।