বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্ব মা দিবস উপলক্ষে বিশ্বম্ভরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নারী প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
- কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
- বিশ্বম্ভরপুরে সরকারি খাদ্য গুদামে ধানক্রয়ের উদ্বোধন