বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
সভার শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ উপজেলার বিভিন্ন এলাকায় ইভটিজিং বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এসময় তিনি ইভটিজিং প্রতিরোধে জনপ্রতিনিধিসহ সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সুনামগঞ্জ—বিশ্বম্ভরপুর রোডে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. ছবাব মিয়া জানান, ইদানিং উপজেলা সদরের পার্শ্ববর্তী কাইলাকান্দি (মুছি বাড়ি) গ্রামে দেশী মদ তৈরি করে বিক্রি হচ্ছে। এতে পার্শ্ববর্তী এলাকায় মাদকাসক্তদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী জানান, উপজেলায় অনেক অপ্রাপ্ত বয়স্ক, অদক্ষ ড্রাইভার ইজিবাইক চালাচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং তিনি নিজেও দুর্ঘটনার স্বীকার হয়েছেন।
পলাশ ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহেল আহমদ ও ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিলন মিয়া জানান, তাদের ইউনিয়নে মাদক ও গরু চুরি বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে প্রশাসনিক নজরদারী বৃদ্ধির আহ্বান জানান।
এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আফতাব উদ্দিন, এনএসআই প্রতিনিধি মো. আমানুল্লাহ, বিজেপি প্রতিনিধি মফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।
- পাহাড়ি ছড়ার মুখে বসতভিটা স্থাপন, আটক ১
- শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের সমাপ্ত