বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপনের যন্ত্র দ্বারা ১৫০ বিঘা জমি ধান চাষাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোনা গ্রামের নন হাওরে ট্রেতে বীজ বপনের জমি সরেজমিনে পরিদর্শন করেন সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মোশারফ হোসেন খান, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম, উপজেলা কৃষি কর্মকতার্ কৃষিবিদ মো. নয়ন মিয়া প্রমুখ।
জানা যায়, ছাতারকোনা গ্রামের নন হাওরে ১৫০টি কৃষক পরিবারের মধ্যে সরকারিভাবে বিনামূল্যে বীজ, সার প্রদান করা হয়েছে। বপন, কর্তন সব সরকারি সহায়তার মাধ্যমে যান্ত্রিক পদ্ধতিতে ট্রেতে বীজ বপন করা হচ্ছে। এতে কৃষকরা লাভবান হবে এবং অন্য কৃষকরা উৎসাহিত হবে।
এই পদ্ধতিতে চাষাবাদ করা হলে অধিক ফসল উৎপাদন হবে বলে জানান কৃষিবিদরা।
- হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
- ছাতকে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ভস্মিভূত