বিশ্বম্ভরপুরে যান্ত্রিক পদ্ধতিতে ধান রোপনের উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোর হাইব্রিড ধান চাষাবাদে ট্রান্সপ্লানটারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।
এলাকার ১৫০বিঘা জমিতে যান্ত্রিক পদ্ধতিতে হাইব্রিড বীজ বপন থেকে শুরু করে রোপন ও কর্তন করা হবে। এতে অর্থে সাশ্রয় হবে, সময় কম লাগবে এবং ধানের অধিক ফলন হবে বলে কৃষি বিভাগের কর্মকর্তারা জানান।
সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধনপুর ইউনিয়নে ছাতারকোনা গ্রাম এলাকায় ধান রোপনের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. ইকরামুল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আল-আমিন, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. দিদারুল আলম, জুয়েল তালুকদার প্রমুখ।