বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ^ম্ভরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিভিন্ন মসজিদে কুরআন খতম, দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়। বিকালে উপজেলার পলাশ হাই স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়।
- ছাতকে সরকারী ভূমি থেকে অবৈধ স্থাপনা ও নার্সারি উচ্ছেদ
- টাঙ্গুয়ার হাওরে রেজিস্ট্রেশনবিহীন নৌযানের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন