বিশ্বম্ভরপুরে সরকারি খাদ্য গুদামে ধানক্রয়ের উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীন ইরি বোর ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার সরকারি খাদ্য গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে বোর ধান ক্রয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদ। সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) অবিনাশ চন্দ্র দাস’র সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফয়জুল হক, খাদ্য পরিদর্শক মো. শাহিন মিয়া, উপজেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির মৃধা, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
উদ্বোধনী দিনে উপজেলা মুক্তিখলা গ্রামের কৃষক মো. আব্দুল কাহার ৩ মে. টন বোর ধান, কৃষ্ণনগর গ্রামের কৃষক ও গণমাধ্যম প্রতিনিধি স্বপন কুমার বর্মনের ৩ মে. টন ও রফিকুল ইসলামের ৩ মে. টন বোর ধান ক্রয় করা হয়।
উল্লেখ্য, চলতি বছর উপজেলা ৫টি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে মোট ৭৮৬ ৩ মে. টন বোর ধান ক্রয় করা হবে।