বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক।
উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মো, মুরাদ উদ্দিন হাওলাদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. ছবাব মিয়া, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট জাতীয় পরিচয় পত্রটি ২২ ধরনের কাজে সহায়তা দেবে। বিশ্বম্ভরপুর উপজেলার ৯০ হাজার স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আজ থেকে ইউনিয়ন পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
এরপর আনুষ্ঠানিকভাবে জেলা নির্বাচন অফিসার মো. মুরাদ উদ্দিন হাওলাদার উপজেলা চেয়ারম্যান মো. সফর উদ্দিনকে স্মার্ট কার্ড দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুর রহমান, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ।
- ধর্মপাশায় কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা
- আজ সিপিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী