বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের বাৎসরিক পরিকল্পনা সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভপুর উপজেলায় সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) উপজেলা সদরের নতুনপাড়ার অফিস কক্ষে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি দিলীপ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. শাহ জাহান। বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মো, মোর্শেদ আলম। সহযোগিতা করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের রিচার্স এসোসিয়েট ডাক্তার উম্মে সওদা মৌরিন ও ভারপ্রাপ্ত ফোকাল পারসন ডাক্তার প্রিয়াঙ্কা চাকমা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সহ উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যগণ। সভায় ২০২৩ সালে স্বাস্থ্য অধিকার ফোরামের বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।