স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ ২ প্রকল্পের পরিচালক ড. মো. মনজুরুল ইসলাম। শনিবার সকালে তিনি উপজেলার বাঘমারা, মুজিবপল্লী, ধনপুর মুজিবপল্লী কাইতকোনা গ্রামের ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশে একজন মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না’-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্বম্ভরপুর উপজেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত এলাকার স্বীকৃতি পাবে। প্রতিটি ঘরের কাজে নান্দনিকতার ছোঁয়া রয়েছে। বাড়ির পাশে শাকসবজি বাগান করার সুযোগ পাচ্ছেন উপকারভোগিরা। তাদের নিজেদের সাবলীলভাবে গড়ে তোলার যথেষ্ট সুযোগ সুবিধা দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, বিশম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
- উপ্তিরপাড় গ্রামে সংঘর্ষ / সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৪
- অগ্নিসন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না মানুষ- জয়া সেনগুপ্তা