জামালগঞ্জ প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় জামালগঞ্জ উপজেলায় ৬টি পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসচ্ছল প্রবীণ মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ঘর ‘বীর নিবাস’ এর চাবি হস্তান্তরের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন। এসময় সারাদেশের ৫ হাজার বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বীর নিবাস হস্তান্তর করা হয়েছে।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্ভোধনী অনুষ্ঠানের বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে বীর নিবাসের প্রতিটি চাবি হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার বিকালে চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সন্তান ইকবাল আল-আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, শ্রীকান্ত তালুকদার।
বীর নিবাসের চাবি পেয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ২২টি বাসস্থান বীর নিবাস বরাদ্দ করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৬টি বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়। বাকি ১৬টি বীর নিবাসের কাজ চলমান রয়েছে। প্রতিটি বীর নিবাসে ব্যায় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৬১৮ টাকা। প্রতিটি বীর নিবাসে রয়েছে ২টি শোয়ার ঘর (বেড রুম) একটি ড্রইং রুম, একটি ডাইনিং রুম, দুইটি বাথ রুম ও টয়লেট ও একটি বারান্দা। এছাড়াও ঘরের বিদ্যুতায়ন সহ সুপেয় পানির জন্য স্থাপন করা হয়েছে সাবমার্জিবল নলকূপ।
- গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি
- ছাতকে ভূমিকম্প অনুভূত