বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ আর নেই

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার ভুরাখালি গ্রামের বাসিন্দা যুদ্বাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ (৭৫) আর নেই (ইন্না….রাজিউন)।
শনিবার সকালে সিলেটে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তাঁর পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
এদিকে, গতকাল বেলা সাড়ে ১১টায় ভুরাখালি গ্রামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে জগন্নাথপুর থানা-পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রমুখ।
পরে বাদ মাগরিব সিলেটের শাহ জালাল দরগা মাঠে দ্বিতীয় জানাজা শেষ দরগা কবরস্থান দাফন করা হয়েছে।