স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বিশিষ্ট যাত্রা অভিনেতা ও ক্রীড়াবিদ বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর ভাটি তাহিরপুর পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা ও নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরের ভাটি তাহিরপুর নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চকমা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন।
কর্মজীবনে তিনি বলাকা অপেরা, পূর্বাচল ও নবযুগ যাত্রাদলে কৃতিত্ব ও সুনামের সাথে অভিনয় করেছেন।
তাঁর মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম সুবল, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি ইয়াসির আরাফাত অপু, সাাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ প্রমুখ।
- আলফাত আহমেদ রিক্সা শ্রমিক ইউনিয়ন স্মৃতি ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ
- জামালগঞ্জে শীতবস্ত্র বিতরণ