বীর মুক্তিযোদ্ধা হোসেন বখত’র মৃত্যুবার্ষিকীর আজ

স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধা মরহুম হোসেন বখত ১৯৭৩ সালের ২মার্চ সিলেট মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর জন্ম ১৯২৫ সালে ৬ জুন সুনামগঞ্জ আরপিননগরে।
তরুণ বয়সেই হোসেন বখত অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক নেতা হিসাবে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে। ৫২ ভাষা আন্দোলন সক্রিয় ভূমিকা রাখার জন্য গ্রেফতার হন। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময় স্থানীয় আন্দোলনে নেতৃত্ব দেন এবং তিনি বঙ্গবন্ধুর নির্দেশে সুনামগঞ্জ আওয়ামী লীগ কে সংগঠিত করে শক্তিশালী সংগঠনে পরিণত করেন। ১৯৭১ সালে সুনামগঞ্জ সর্বদলীয় সংগ্রাম পরিষদে আওয়ামী লীগের মনোনীত সদস্য ছিলেন তিনি। ট্যাকেরঘাট সাব-সেক্টরে মুক্তিযুদ্ধ পরিচালনায় অসামান্য অবদান রাখেন। ১৯৭২ সালে সুনামগঞ্জ মহকুমার রিলিফ পুনর্বাসন কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন। হোসেন বখত এর রাজনৈতিক জীবনে উচ্চবিলাস ছিল না। নির্লোভ চরিত্রের কারণে হোসেন বখত মানুষের অন্তরে চিরস্থায়ী আসনে আছেন।