পাউবো’র দাবি ‘রেইন কাট ’ মেরামত করা হবে
বিশেষ প্রতিনিধি
হাওরের অনেক ফসল রক্ষা বাঁধে দূর্বা-দুরমুশ, প্যালাসেটিংয়ের কাজ শেষ হয় নি। এ কারণে গত দুই দিনের বৃষ্টিতে কোথাও ফাটল, কোথাও বা বড় ধরণের ‘রেইন কাট’ তৈরি হয়েছে। পাউবো’র দায়িত্বশীলরা অবশ্য বলেছেন, বৃষ্টিতে মাটির বাঁধে ‘রেইন কাট’ হতে পারে, বৃষ্টি থামলেই এগুলো মেরামত হবে।
সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার করচার হাওরের ফসল ও পাহাড়ী ঢল থেকে চলতি নদীর পাড়ের বসতি রক্ষার জন্য চলতির পাড়ের মনিপুর হাটির নৌকা ঘাট থেকে নদীরপাড়ে দিয়ে ছয়টি পিআইসির মাধ্যমে প্রায় দে কোটি টাকার বাঁধের কাজ করা হয়। ৪৭ থেকে ৫২ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি’র) কাজের মধ্যে ৪৯ নম্বর পিআইসি’র লোকজন এখনো মাটির উপরে দূর্বা-দুরমুশের কাজ করে নি। অন্য পিআইসিগুলোরও স্লোফে বস্তা বিছানোর কিছু কাজ বাকী আছে। এ কারণে দুই দিনের বৃষ্টিতে বাঁধে ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে ৪৯ নম্বর পিআইসি অংশের বাঁধে ছোট ছোট ফাটল বেশি।
পাউবো’র বিশ^ম্ভরপুরের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মুনসুর রহমান বললেন, ৪৯ নম্বর পিআইসি’র আশপাশে ঘাষ (দূর্বা) পাওয়া যাচ্ছে না, এজন্য লাগাতে বিলম্ব হয়েছে। আজ থেকে ঘাষ লাগানো হবে। বৃষ্টির মধ্যে ঘাষ লাগালে ভাল হয়। ৪৯ নম্বর পিআইসি সভাপতি ফারুক আহমদকে আজই ঘাষ লাগাতে বলা হয়েছে।
জেলার ১০৭৮ টি পিআইসির মাধ্যমে করা ৭৩৫ কিলোমিটার বাঁধের অনেক বাঁধেই গত দুই দিনের বৃষ্টিতে ফাটল বা রেইন কাট তৈরি’র খবর পাওয়া গেছে। যেসব ক্লোজারে (বড় ভাঙন অংশে) ঘাষ লাগানো শেষ হয় নি এসব বাঁধে এমন অবস্থা বেশি হয়েছে।
শাল্লা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুম বলেছেন, মার্চের মাঝামাঝি সময়ের এই ভারী বৃষ্টিতে অনেক বাঁধেই রেইন কাট হতে পারে। পিআইসির লোকজনকে বৃষ্টি থামলেই এসব অংশে কাজ করতে বলা হয়েছে। এই প্রকৌশলী বললেন, বৃষ্টির কারণে রোববার কোন বাঁধেই যাওয়া সম্ভব হয় নি। বৃষ্টি কমার সাথে সাথে সরেজমিনে গিয়ে দেখতে হবে, কোথায় কি ধরণের সমস্যা হয়েছে। সেই অনুযায়ী কাজ করতে হবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বললেন, জেলার কোথাও বাঁধে ফাটল ধরেছে বলে জানায় নি কেউ। কোন কোন বাঁধে রেইন কাট হয়েছে। বৃষ্টি কমলেই সেগুলো মেরামত করা হবে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসেন বললেন, আগামীকাল সোমবারও একইভাবে আবহাওয়া খারাপ থাকবে। মঙ্গলবার বৃষ্টি কিছুটা কমতে পারে। আগামী ২৩ মার্চ পর্যন্ত কমবেশি বৃষ্টি হতে পারে।
- স্বস্তির বৃষ্টিতে রাস্তা-ঘাট ভয়ঙ্কর
- ২১ শিক্ষক কর্মচারী এক বছর ধরে বেতন পাচ্ছেন না/ ইউএনওকে দোষছেন বঞ্চিতরা