বেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর বেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই শীতবস্ত্র বিতরণে করেন সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা প্রশাসন। শীতার্ত ১৫০ টি বেদে পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোনাপুর বেদে পল্লীর গ্রামের বাসিন্দা সখিনা বিবি বলেন, শীতে অনেক কষ্ট করছিলাম। আজকে কম্বল পেয়ে অনেক খুশি হয়েছি। এতে শীত থেকে কিছুটা বাঁচা যাবে।
সোনাপুর বেদে পল্লীর সরদার মো. আকুল আলী বলেন, আমাদের বেদে পল্লীর মানুষজন শীতে অনেক কষ্ট করছে। অতিরিক্ত শীতে গরম কাপড়ের জন্য কষ্টে ছিলাম। প্রশাসনের পক্ষ থেকে আজকে শীতবস্ত্র দেয়ায় আমরা কৃতজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, বোরহান উদ্দীন ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া।