ভুয়া সন্দেহে এনজিওর ৩ কর্মকর্তাকে আটক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে গ্রাহকদের ঋণ ও অর্ধেক দামে রেশন দেবে বলে সঞ্চয় জামানত আদায়ের অভিযোগ উঠেছে ‘চলনবিল ডেভেলপমেন্ট সোসাইটি’ নামে একটি এনজিওর বিরুদ্ধে। এ অভিযোগ পাওয়ার পর ওই এনজিওর তিন কর্মকর্তাকে পুলিশে দেন বাদাঘাট ইউপি চেয়ারম্যান।
এনজিওর কর্মকর্তারা হলেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর গ্রামের এসএম মনিরুজ্জামান, গাজীপুর জেলার গোদা উপজেলার দক্ষিণ খাইলকুর গ্রামের সুজন সিকদার ও কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ উপজেলা কাজলা হাঠি গ্রামের মাসুদ মিয়া।
সংগঠনটির কার্যক্রমে সন্দেহ হলে এলাকার শতাধিক নারী-পুরুষ ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিনকে সঙ্গে নিয়ে এনজিওর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে তিন কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়।