‘ভূমি অফিসে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ দাবি করলে ব্যবস্থা’

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলা’র সহকারী কমিশনার (ভূমি) মো. এমদাদুল হক শরীফ জানিয়েছেন, ভূমি অফিস বা তহসিল অফিসে প্রয়োজনের চেয়ে যদি কেউ বেশি টাকা দাবি করলে ব্যবস্থা নেয়া হবে। দালাল চক্র দূরীকরণে অভিযান চলমান রয়েছে। ই—নামজারীর ফলে জনগণ এখন সহজে নিজের নামজারী নিজে করতে পারছেন।
তিনি বলেন, উপজেলা ভূমি অফিস সহ সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলার প্রত্যয়ে নিরলস ভাবে কাজ করছি। ভূমির অবৈধ দখল উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন জব্দকরণ অভিযান অব্যাহত রয়েছে। এসময় ডিজিটাল ভূমি সেবা ব্যবস্থার ব্যাপক প্রচারের কাজে তিনি সনাক’র সহযোগিতা আহ্বান করেন।
টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমান এর সঞ্চালনায় ও সনাক ভূমি বিষয়ক উপ কমিটির আহ্বায়ক অ্যাড. নাজনীন বেগম এর সভাপতিত্বে সনাকে’র পক্ষ থেকে সভায় ৪টি প্রস্তাবনা উত্থাপন করা হয়। এগুলো হলো— ভূমি অফিসে দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকর্তার নাম ফলক স্থাপন ও তথ্য রেজিষ্টার ব্যবস্থা চালু করা, ভূমি অফিসে অভিযোগ/পরামর্শ বক্স স্থাপন করা, ভূমি অফিসে অভিযোগ ও তথ্য রেজিস্টার চালু করা, ভূমি সেবার ডিজিটাল তথ্য সমূহ ইউনিয়ন পর্যায়ে মাইকিং করা।
প্রেস বিজ্ঞপ্তি