স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজানে অসাধু ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধে রোজার প্রথম দিনেই বাজারে অভিযান চালিয়েছে সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর শহরের আলফাত স্কয়ার, জগন্নাথবাড়ি এবং জেল রোড এলাকায় অভিযান পরিচালিত হয়।
সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে অভিযানে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অত্যধিক মূল্যে পণ্য বিক্রি ও ক্রয় রশিদ না দেওয়ায় জামির ফুড এজেন্সি কে ২০০০টাকা, জয় মাকালী ফুড এজেন্সি কে ৫০০ টাকা, রনি স্টোর কে ১০০০ টাকা, দিলীপনাগ কে ৫০০০ জরিমানা করা হয়।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বাজার ঘুরে দেখেন এবং সরেজমিনে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে দ্রব্যমূল্যের পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. আল আমিন বললেন, রোজা মাস উপলক্ষে আমাদের মনিটরিং কার্যক্রমের পরিধি আরও বাড়াবো। রমজানকে কেন্দ্র করে বিশেষ পণ্যগুলোর মূল্য বাড়ে, আমরা সেদিকে লক্ষ রাখছি, যাতে ক্রেতা ন্যায্য দামে পণ্যগুলো পায়। আজকের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে সাড়ে আট হাজার টাকা জরিমানা করেছি। তারা দোকানের রশিদ ব্যবহার করেন নি। কত টাকায় বিক্রি করেছেন তার কোনো রশিদ নেই। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ীরা পণ্যের মূল্য বৃদ্ধি করার সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, যেখানে কাঁচা মরিচ ৫০ টাকা কেজি পাইকারি দামে পাওয়া যায়, সেখানে খুচরা ব্যবসায়ীরা ১০০ টাকা কেজি দরে বিক্রি করছে। তারা মিথ্যা বলছে। মিথ্যা কথা বলে ক্রেতাদের ঠকাচ্ছে। এইজন্য পুরো রমজান মাসে আমাদের বিশেষ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
শিরোনাম:
- ‘ডাইনামিক ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন’ বইয়ের মোড়ক উন্মোচন
- বিশ্বম্ভরপুরে চান্দিনা ভিটের লাইসেন্স বিতরণ
- বিশ্বম্ভরপুরে জাতির পিতার ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ত:ক্লাব বির্তক প্রতিযোগিতা
- বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে জামালগঞ্জে সভা