মঞ্চস্থ হলো নাটক ‘ব্যাঙ’

স্টাফ রিপোর্টার
‘আজ বিশ্ববীণার তারে বাজুক মানবতার গান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে পথনাট্য উৎসব। শুক্রবার বিকালে সিলেট নগরের কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে উৎসবে ৯টি নাট্যদল অংশগ্রহণ করে।
সন্ধ্যায় সুফি সুফিয়ানের রচনা ও আব্দুল্লাহ আশরাফ নির্দেশনায় রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার মঞ্চস্থ করে নাটক ‘ব্যাঙ’।
এর আগে সিলেট থিয়েটার বাংলার আয়োজনে বিভাগীয় পথনাট্য উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের কন্ঠ সৈনিক বীর মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুক্তি চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি উজ্জ্বল দাশ, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বিশিষ্ট নাট্যকার বাবুল আহমদ, শক্তিব্রত হালদার, আব্দুল মুক্তি চৌধুরী, নুসরত হোসেন, হুমায়ুন কবির জুয়েল।
উৎসবে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হলো-কথাকলি সিলেট, থিয়েটার বাংলা সিলেট, মনু থিয়েটার মৌলভীবাজার, নবশিখা নাট্যদল, মৃত্তিকায় মহাকাল, সিঁথিকণ্ঠ নৃত্যাঙ্গন, খোকন ফকির ও পাঠশালা।