মধ্যনগর সংবাদদাতা
মধ্যনগরে আকস্মিক অগ্নিকান্ডে এক ফল ব্যবসায়ীর বসতঘর ভস্মিভূত হয়েছে। পুড়ে ছাই হয়েছে গোয়াল ঘরে থাকা ছয়টি গরু। বৃহস্পতিবার ভোরে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে আব্দুল আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, আব্দুল আলী একই ইউনিয়নের মহিষখলা গ্রামের একজন ফল ব্যবসায়ী। তিনি বুধবার দিবাগত রাতে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষে তারা নিজ নিজ ঘরে শুয়ে পড়েন। রাত তিনটার দিকে তার গোয়াল ঘরে আগুনের সূত্রপাত হয়। এ সময় গরুগুলো গোয়ালঘর থেকে বের হতে না পারায় সেখানেই পুড়ে ছাই হয়। পরে আগুন বসতঘরে ছড়িয়ে পড়লে ঘরও পুড়ে ছাই হয়। এ সময় আগুন নিভাতে আসা হেলেনা আক্তার নামের এক নারী স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। হেলেনা আক্তার আনোয়ারের ফুফু।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, অসহায় পরিবাটির ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তাদের সহায়তার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
- ছাতকে ভূমিকম্প অনুভূত
- জগন্নাথপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬